ছবি : মুন টাইমস
নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মো. হাবিব, তিনি ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিংয়ের শ্রমিক ছিলেন। সংঘর্ষে আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পুরো এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তার কারণে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের অভিযোগ, উত্তরা ইপিজেডের এভার গ্রিন কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা গত দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন। কিন্তু গতকাল (সোমবার) রাতে হঠাৎ করে কর্তৃপক্ষ কোম্পানি বন্ধের নোটিশ দিলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সকালে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে যৌথবাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নিহতের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, নিহত শ্রমিককে মৃত অবস্থায় আনা হয়। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মতামত