ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমার উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ) বিকাল ৩টা ৩৫ মিনিটে ডোমার পৌরসভার চিকনমাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম চিকনমাটি এলাকার সাকিদুল ইসলামের ছেলে জনি ইসলাম (২৮), ও সাকিদুল ইসলাম স্ত্রী মোছা: মিনারা বেগম (৫৫)।
অভিযানের সময় তাদের বসতবাড়ি থেকে ৪৭৮ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, "মাদকবিরোধী অভিযানে আমরা সবসময়ই তৎপর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
মতামত