ছবি : মুন টাইমস
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জলঢাকা সরকারি কলেজ মাঠ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলে মিছিলে জলঢাকা সরকারি কলেজ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিনত হয়। মিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, সদস্য আলহাজ্ব সৈয়দ আলী, শিয়াপুর জামান সেফু, রেদোয়ান হক বাবু, আকবর হোসেন, মোক্তার হোসেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, মইনুল ইসলাম, রশিদুল ইসলাম বাঙ্গালী, যুবদলের আহবায়ক হারুন জোয়ারদার, সদস্য সচিব শাহিনুর হক বাবু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন, সদস্য সচিব আলমগীর হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি মমতাজুল ইসলাম মিঠু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে। এজন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে থাকতে জনসাধারণের প্রতি আহবান জানান তারা। জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মসুচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতামত