ঢাকা

মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৫৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান সাঈদ সোরহাবের উদ্যোগে পুষ্টকামুরী জহুর বাড়ীর তিন রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌরসভার ১নং ও ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জহুর বাড়ীর মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে জহুর বাড়ীর মোড়ে সমবেত হতে থাকেন। পরে এসব মিছিল একত্রিত হয়ে বিশাল আকার ধারণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদ রেজা, মির্জাপুর উপজেলা জাসাসের সভাপতি হাসেম রেজা ও সদস্য সচিব নেয়াজ মাস্টারসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।