অপরাধ

নবাবগঞ্জ থানার অভিযানে এক মাসে ৯২ গ্রেফতার, উদ্ধার মাদকদ্রব্য

নবাবগঞ্জ থানার অভিযানে এক মাসে ৯২ গ্রেফতার, উদ্ধার মাদকদ্রব্য

ছবি : ওসি আব্দুল মতিন জানান


প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৩৩

দিনাজপুরের নবাবগঞ্জ থানার গত আগস্ট মাস ছিল সাফল্যের মাস। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে টানা এক মাসের অভিযানে মোট ৯২ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

থানা সূত্রে জানা যায়, আগস্ট মাসজুড়ে চলা নিয়মিত ও বিশেষ অভিযানে ১৫টি মাদক মামলায় ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৩৬ পিস ইয়াবা, প্রায় সাড়ে এক কেজি গাঁজা এবং ২৫ বোতল ফেনসিডিল।

অপরদিকে, বিভিন্ন গ্রেফতারি পরোয়ানায় ৪৩ জন এবং নিয়মিত মামলায় আরও ২৮ জনকে আটক করা হয়েছে। সর্বমোট ৩০টি মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

ওসি আব্দুল মতিন জানান, পুলিশের এই ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জেলার মাসিক মূল্যায়নে নবাবগঞ্জ থানা টানা মে, জুন ও জুলাই মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

জেএইচ/এমটিএন