সারাদেশ

রাণীশংকৈলে আম গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রাণীশংকৈলে আম গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৩৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের লক্ষীপুর কুমুরিয়া গ্রাম থেকে মঙ্গল চন্দ্র রায় (৬১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের সবরাম বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মঙ্গল চন্দ্র রায়  পার্শ্ববর্তী বাবুরিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ সময় বাড়ীতে না পৌঁছালে পরিবার তাকে খুঁজতে বের হয়। পরে স্থানীয়রা রাতোর লক্ষীপুর কুমুরিয়া গ্রামের একটি আম বাগানের আম গাছে তাকে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গল চন্দ্র রায় কয়েকদিন ধরে ঋণের ভারে মানসিক চাপ ও অর্থ সংকটে হতাশায় ভুগছিলেন।  ধারণা করা হচ্ছে, এই হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।