সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের গভর্নিং বডি বাতিল করা হয়েছে। আর সেই সঙ্গে নতুন এডহক কমিটি গঠনের আবেদনও চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের গত ১৭/০৮/২০২৫ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন ওই কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
জানা গেছে, গত চার মাস পূর্বে বিধি অনুসরণ না করেই গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের গবর্নিংবডি গঠন করা হয়। উক্ত কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি অভিযোগ দেন অত্র কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান।
ওই অভিযোগের ভিত্তিতে অত্র কলেজের গভর্নিংবডি গঠন সংক্রান্ত অনিয়নের অভিযোগ তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন দপ্তরের মতামতের ভিত্তিতে গভর্নিং বডি গঠন কার্যক্রম বিধি লঙ্ঘন হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ০৭.০৫.২০২৫ তারিখে গঠনকৃত ওই গভর্নিং বডি বাতিল করে অত্র কলেজে পত্র প্রেরণ করে। সেই সঙ্গে নতুন এডহক কমিটি পূর্নগঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের নাম প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়।
এ প্রসঙ্গে গুল্টা বাজার শহীদ এম মনসুর আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, গভর্নিং বডি বাতিল করে পত্র প্রেরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন করে এডহক কমিটি পুণগঠন করা হবে।
মতামত