অপরাধ

হাকিমপুরে অভিযান: একমাসে ৯৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক জব্দ

হাকিমপুরে অভিযান: একমাসে ৯৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক জব্দ

ছবি : হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক


প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৪৫

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হকের নেতৃত্বে ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত একমাসে মোট ৯৬ জন গ্রেফতার করা হয়েছে।

ওসি নাজমুল হক জানান, থানার সমস্ত কর্মকর্তা ও ফোর্সের নিবিড় প্রচেষ্টায় হাকিমপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য মামলায় এই গ্রেফতার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

হাকিমপুর থানা পুলিশ উল্লেখযোগ্য পরিমাণ মাদক জব্দ করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

•ট্যাপেন্ডাডল ট্যাবলেট ৬৭০ পিস

•এ্যাম্পল ৬৩৩ পিস

•গাঁজা ৩৭০ গ্রাম

•ফেন্সিডিল ৫ বোতল

•দেশি চোলাই মদ ২৫ লিটার

•হেরোইন ১০ গ্রাম

এর পাশাপাশি বিজিবি কর্তৃক ৫ পিস এ্যাম্পল ও ৪ গ্রাম হেরোইন এবং দিনাজপুর মাদক দ্রব্য অধিদপ্তর ৪০ গ্রাম হেরোইন জব্দ করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের দিনাজপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি মোঃ নাজমুল হক জানান, গ্রেফতারির পরও হাকিমপুর থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। এছাড়া, মাদকদ্রব্য অভিযানের পাশাপাশি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ/এমটিএন