সারাদেশ

টানা বৃষ্টি কবে থামবে? পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

টানা বৃষ্টি কবে থামবে? পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৩০

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাসহ উত্তর-পূর্ব ও উপকূলীয় জেলাগুলোতে কোথাও হালকা, কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অন্তত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ বৃষ্টি চলতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ঢাকাতেও সারাদিন ধরে মাঝারি বৃষ্টি ঝরেছে।

আবহাওয়াবিদরা বলছেন, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রভাব সবচেয়ে তীব্র হবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলেও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অভ্যন্তরীণ এলাকায় তুলনামূলকভাবে মাঝারি বৃষ্টিপাত হবে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, শক্তিশালী এই বৃষ্টিবলয় ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে। এটি একসঙ্গে সারা দেশে প্রভাব না ফেললেও পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঘটাবে। ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে, এরপর বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে:

সোমবার (১৫ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর): একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।