ছবি : সংগৃহীত
অন্তর্জালে এখন আলোচনার কেন্দ্রে টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কারণ, সম্প্রতি প্রকাশিত ‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘চোখের নীলে’-তে বিকিনি লুকে দেখা গেছে তাকে। এ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি বলেন, বিকিনি পরা আর অন্তরঙ্গ দৃশ্য করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে। এটা আমার শরীর, আমার সিদ্ধান্ত। ১০ বছর আগে হয়তো বিকিনিতে স্বাচ্ছন্দ্যবোধ করিনি, কিন্তু আজ আমি প্রস্তুত। তবে চুম্বন দৃশ্য কিংবা অন্তরঙ্গ দৃশ্য করার ক্ষেত্রে এখনো রাজি নই।
মিমি জানান, এই ধরনের পোশাকে অভিনয়ের আগে তাকে পরিবারকেও বোঝাতে হয়েছে। তিনি বলেন, আমার মা খুব স্ট্রিক্ট। বিকিনির জন্য তাকেও কনভিন্স করতে হয়েছে। তারপর বাবাকে বুঝিয়েছি এটা আমার কাজের অংশ। বলিউডে অনেকেই করেছেন, প্রশংসাও পেয়েছেন। আমিও তাই করেছি।
সিনেমার পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের টিমের ওপর আস্থা রেখেই তিনি এই দৃশ্য করেছেন বলে জানান মিমি। আনন্দবাজারকে তিনি বলেন, মা রাজি হননি প্রথমে। আমি বুঝিয়েছি, দর্শকদের নতুন কিছু দেওয়ার জন্য এই পদক্ষেপ জরুরি। না হলে পিছিয়ে পড়তে হবে।
গানটির শুটিং হয়েছে থাইল্যান্ডের একটি সৈকতে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এর আগে শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। মিমির ভাষায়, প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়া-ঘুম, ট্রেনারের নির্দেশ মতো এক্সারসাইজ, কোনো আড্ডা নয়। যখন কাজ করি, তখন সেরাটা দিতে চাই।
গানটিতে মিমির সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায়। তার সহযোগিতার জন্য সহ-অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন মিমি। এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস, অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখার্জি। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
মতামত