আন্তর্জাতিক

এরদোগানের পদত্যাগ দাবিতে আঙ্কারায় বিক্ষোভ, উত্তাল তুরস্ক

এরদোগানের পদত্যাগ দাবিতে আঙ্কারায় বিক্ষোভ, উত্তাল তুরস্ক

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৩:০০

তুরস্কে আবারও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী আঙ্কারার রাজপথে হাজারো মানুষ তার পদত্যাগের দাবিতে সমবেত হয়ে স্লোগান দেন।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস নীতিমালা বাতিল সংক্রান্ত মামলা স্থগিতের দাবিতে এ আন্দোলন শুরু হয়। বিক্ষোভকারীদের হাতে জাতীয় পতাকা ছিল এবং তারা সরাসরি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি জানায়।

অভিযোগ করা হচ্ছে, গত এক বছর ধরে সিএইচপি নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার। চলমান মামলার রায় বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে পারে। বর্তমানে কারাগারে থাকা দলীয় প্রধান একরেম ইমামোগলু সেখান থেকেই বার্তা পাঠান। তিনি অভিযোগ করেন, এরদোগান প্রশাসন বিচারিক পদক্ষেপকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ভিন্নমত দমন করছে এবং আগাম নির্বাচনের ফল নির্ধারণের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত মার্চে ইমামোগলুর গ্রেপ্তারের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে। এর প্রভাব পড়ে তুর্কি মুদ্রা লিরার ওপর, যা টানা দরপতনের ফলে অর্থনীতিকে আরও নড়বড়ে করে তুলেছে।