পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।
ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় পরিবার লিখেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সহ্য করার শক্তি দিন।
‘পিছে তো দেখো’ ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন আহমাদ শাহ। তার সুবাদে ছোট ভাই উমর শাহও দর্শকদের কাছে পরিচিতি পান। বিশেষ করে রমজানের ট্রান্সমিশন ও বিভিন্ন গেম শোতে বড় ভাইয়ের সঙ্গে টেলিভিশনে উপস্থিত হয়ে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
পরিবার জানিয়েছে, এটি তাদের জীবনের দ্বিতীয় বড় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশা মারা গিয়েছিলেন। উমরের জন্য দোয়া চেয়ে পরিবার জানিয়েছে, এই শোক তারা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না।
উমর শাহর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও বিভিন্ন তারকা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মতামত