ক্রিকেট

ম্যাচ রেফারি পাইক্রফটকে নিয়ে পিসিবির দাবি নাকচ করল আইসিসি

ম্যাচ রেফারি পাইক্রফটকে নিয়ে পিসিবির দাবি নাকচ করল আইসিসি

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:২০

এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে বদলাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সোমবার রাতে আইসিসি পিসিবিকে এ সিদ্ধান্ত জানায়। তবে পিসিবি জানিয়েছে, এ ধরনের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ তাদের কাছে আসেনি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অপারেশনস ও আইনি বিভাগ পিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচে টসে হাত মেলানো বিতর্কে পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না। আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মাঠে উপস্থিত কর্মকর্তারা পাইক্রফটকে জানিয়েছিলেন যে, টসে দুই অধিনায়ক হাত মেলাবেন না। তাই পাইক্রফট কোনো পক্ষ নেননি।

এর আগে পিসিবি অভিযোগ করেছিল, অধিনায়ক সালমান আলী আগাকে টসে ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে পাইক্রফট বারণ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে পিসিবি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরানোর দাবি জানায়। বিষয়টি নিয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে দাবি করেছিলেন, ম্যাচ রেফারি আচরণবিধি ও “স্পিরিট অব ক্রিকেট” ভঙ্গ করেছেন।

ভারত–পাকিস্তান ম্যাচে আরও বিতর্ক তৈরি হয় ম্যাচ শেষে। ১২৭ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৫.৫ ওভারে জয় পাওয়ার পর ভারতীয় খেলোয়াড়েরা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। তখন মাঠে দাঁড়িয়ে হাত মেলানোর অপেক্ষায় ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। এমনকি পাকিস্তানি খেলোয়াড়রা বাইরে অপেক্ষা করলেও ভারতীয়রা দেখা করতে আসেননি। এ ঘটনায় ক্ষোভে পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন।

আইসিসির ব্যাখ্যা সত্ত্বেও পিসিবি এখনো পাইক্রফটের দায়িত্ব নিয়ে আপত্তি জানাচ্ছে। আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন পাইক্রফট। এর আগে পিসিবি হুঁশিয়ারি দিয়েছিল, তাঁকে না বদলালে পাকিস্তান দল ম্যাচে নামবে না। এখন দেখা যাবে, তারা কি সত্যিই ম্যাচ বর্জন করবে।