ক্রিকেট

টানা বৃষ্টিতে স্থগিত এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

টানা বৃষ্টিতে স্থগিত এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:৪৭

বগুড়া ও রাজশাহীতে জমকালো আয়োজনে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি।

টানা বৃষ্টিতে বগুড়ায় একটি বলও মাঠে গড়াতে পারেনি। আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ায় বগুড়ার ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে রাজশাহীতেও একই পরিস্থিতি বিরাজ করায় কোনো ম্যাচ আয়োজন সম্ভব হয়নি। গতকাল যেমন খেলা হয়নি, আজও মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।

আজ সকালে টুর্নামেন্ট কমিটি ১৭ থেকে ২০ সেপ্টেম্বরের আট দলের সূচি ঘোষণা করেছিল। কিন্তু দুপুরে বৈঠকে বসে তারা লিগ স্থগিতের সিদ্ধান্ত নেয়। সবশেষ খবর অনুযায়ী, রাজশাহীতেই চলছে টুর্নামেন্ট কমিটির বৈঠক। সেখানেই নির্ধারিত হবে লিগের নতুন সূচি এবং তা দ্রুতই জানানো হবে।