ক্রিকেট

বাংলাদেশ–আফগানিস্তান মুখোমুখি: পরিসংখ্যানে কে এগিয়ে?

বাংলাদেশ–আফগানিস্তান মুখোমুখি: পরিসংখ্যানে কে এগিয়ে?

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:১০

এশিয়া কাপ ২০২৫ টি-টোয়েন্টিতে টিকে থাকতে আজকের ম্যাচ বাংলাদেশের জন্য এক বাঁচামরার লড়াই। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা টি-টোয়েন্টি ক্রিকেটে যে কারও জন্য হুমকি হিসেবে পরিচিত। তবে মাঠে কে এগিয়ে তা নিয়ে আলোচনার সুযোগ কম।

এখন পর্যন্ত দুই দল টি-টোয়েন্টিতে ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান ৭ জয় নিয়ে সামান্য এগিয়ে। বাংলাদেশের জয় সংখ্যা ৫। প্রথম মুখোমুখি লড়াই হয়েছিল ২০১৪ সালে, যেখানে জয় পেয়েছিল টাইগাররা। তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার ছিল মাত্র ৮ রানের ব্যবধানে।

এশিয়া কাপের মঞ্চে দুই দল এখনও একবারই মুখোমুখি হয়েছে। ২০২২ সালে শারজায় অনুষ্ঠিত সেই ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে জয় পেয়েছিল।

সাম্প্রতিক চারটি ম্যাচে দুই দলই দুটি করে জয় পেয়েছে। তবে চিন্তার বিষয় ভেন্যু—বাংলাদেশের সব জয় এসেছে ঘরের মাঠে, আর আফগানিস্তানের সাতটি জয়ের মধ্যে পাঁচটি এসেছে নিরপেক্ষ ভেন্যুতে।

সব মিলিয়ে বলা যায়, আজকের ম্যাচে বাংলাদেশের সুবিধা কম, কিন্তু টিকে থাকার সুযোগ এখনও আছে। পরিসংখ্যানের বাইরে মাঠে মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা আজকের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। হার মানেই বিদায়, জয় মানেই টিকে থাকা।