শিক্ষাঙ্গন

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘অপরাজিতা’ উদ্যোগ

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘অপরাজিতা’ উদ্যোগ

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১১

বরগুনার বেতাগীতে নারীর স্বাস্থ্য সুরক্ষায় ‘অপরাজিতা’ নামে একটি সচেতনতামূলক উদ্যোগ হাতে নিয়েছেন স্থানীয় তরুণরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই ক্যাম্পেইনে, যেখানে মাসিককালীন যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সহজভাবে তুলে ধরা হয়।

উদ্যোগটি বাস্তবায়ন করেছে গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, সেনোরা’র সহযোগিতায়। অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহিন। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মহাসিন খান, সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম হাওলাদার, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির মো. ইমরান হোসেন ও খাইরুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. খাইরুল ইসলাম মুন্না বলেন, “নারী-পুরুষ উভয়ের অবদান সমান। তবু সামাজিক সংকোচ ও জড়তার কারণে নারীরা মাসিককালীন সময়ে নানা সমস্যার সম্মুখীন হন। আমরা কিশোরী ও অসহায় নারীদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে চাই।”

তিনি আরও বলেন, “অপরাজিতা উদ্যোগ শুধু স্যানিটারি ন্যাপকিন বিতরণে সীমাবদ্ধ নয়। এটি নারীদের মানসিক বাধা দূর করে আত্মবিশ্বাসী করে তুলতে এবং সমাজে মাসিককালীন স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”