সিরাজগঞ্জের তাড়াশে কালভার্টের মুখ বন্ধের কারণে প্রায় ১ হাজার বিঘা জমিতে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চলতি বছর উপজেলার এসব জমিতে আবাদ করতে পারছেন না কৃষক।
চলতি মৌসুমে এরই মধ্যে উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুরমা উওর মাঠে প্রায় ১ হাজার বিঘা ফসলি জমিতে এ জলাবদ্ধতার কারণে আবাদ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। স্থায়ী জলাবদ্ধতার কারণে ত্রিফসলি এসব জমি অনাবাদি পড়ে থাকার আশঙ্কা প্রকাশ করছে কৃষি বিভাগও।
গুরমা গ্রামের ভুক্তভোগী কৃষক বক্কার আলী, রাশিদুল ইসলাম, জাহিদুল হোসেন জানান, তিন-চার বছর ধরে কয়দিনের বৃষ্টিতে কালভার্টের মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় চলতি মৌসুমে ফসল আবাদ করতে পারছেন না তারা।
তিনি আরও বলেন, এই জমিগুলোতে ধান চাষ করে তাদের সারা বছরের ভাতের ব্যবস্থা হতো। এবারের জলাবদ্ধতার কারণে ধান রোপণ সম্ভব হচ্ছে না। ফলে সারা বছরের খাবারের ব্যবস্থা নিয়েও তারা দুশ্চিন্তাগ্রস্ত।
তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা জানান, সরজমিনে পরিদর্শন করে জমি জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
মতামত