দিনাজপুরে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
গোকুল চন্দ্র রায়, দিনাজপুর। প্রতিনিধি
মঙ্গলবার, (১৬ সেপ্টেম্বর) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
প্রশিক্ষণার্থী কর্মকর্তারা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্রশিক্ষণকালীন কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা দেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
মতামত