ফুটবল

মেসির গোল-অ্যাসিস্টে সাউন্ডার্সকে হারাল ইন্টার মায়ামি, টেবিলে ঘুরে দাঁড়াল দল

মেসির গোল-অ্যাসিস্টে সাউন্ডার্সকে হারাল ইন্টার মায়ামি, টেবিলে ঘুরে দাঁড়াল দল

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:২৬

দুই ম্যাচ গোলশূন্য থাকার পর অবশেষে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। শুধু তাই নয়, গোলের পাশাপাশি সহায়তাও করেছেন আর্জেন্টাইন তারকা। তার নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) বুধবার সকালে সিয়াটল সাউন্ডার্সকে ৩–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির জাদু। ১২ মিনিটে স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে দিয়ে করান প্রথম গোল। এরপর ৪১ মিনিটে আলবার পাস থেকে নিজেই লক্ষ্যভেদ করেন ৩৮ বছর বয়সী মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৮০তম গোল। চলতি বছর এ নিয়ে ৪০ গোলে অবদান রাখলেন তিনি—টানা ১৯তম বছর অন্তত ৪০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন মেসি।

বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোল করেন। ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস একটি গোল শোধ করলেও আর ঘুরে দাঁড়াতে পারেনি সাউন্ডার্স।

এই জয়ে এক মাস আগের লিগস কাপ ফাইনালের প্রতিশোধও নিল মায়ামি। ১ সেপ্টেম্বর সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল হাভিয়ের মাচেরানোর দল। সেই ম্যাচ শেষে দুই দলের মধ্যে হাতাহাতি হয় এবং মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ প্রতিপক্ষ কর্মকর্তাকে থুতু মারায় ছয় ম্যাচ নিষিদ্ধ হন লিগস কাপে এবং এমএলএসে তিন ম্যাচ। ফলে আজকের ম্যাচে খেলতে পারেননি তিনি।

এদিকে, শার্লটের বিপক্ষে হারের কারণে কনফারেন্স টেবিলে অষ্টম স্থানে নেমে যাওয়া মায়ামি আবারও ঘুরে দাঁড়াল। এখন পর্যন্ত ২৭ ম্যাচে ১৪ জয়, ৭ ড্র এবং ৬ হারে ৪৯ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে পঞ্চম স্থানে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে এখনও ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে, তবে তাদের হাতে তিন ম্যাচ বেশি রয়েছে।

আগামী ২১ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএসে পরবর্তী ম্যাচ খেলবে ইন্টার মায়ামি।