সারাদেশ

আত্রাইয়ে বান্দাই খাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবলীগ নেতা ছনি'সহ গ্রেফতার-২

আত্রাইয়ে বান্দাই খাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক যুবলীগ নেতা ছনি'সহ গ্রেফতার-২

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০


গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বান্দাই খাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হক মাষ্টারের ছেলে ছনি সরকার এবং মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২)।

থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় দায়েরকৃত একটি মামলার আসামী সহকারী শিক্ষক ও যুবলীগ নেতা ছনি সরকারকে দুপুরের দিকে বান্দাই খাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, গ্রেফতারকৃতদের বুধবার নওগাঁ  আদালতে প্রেরণ করা হয়েছে।