বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের ২১০ টি গ্রন্থ ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে ৪৮ খন্ড সকল আইনের সংকলন এক সেট উপহার পেলো নওগাঁ বিশ্ববিদ্যালয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রন্থ গুলো উপহার হিসেবে প্রদান করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রোগ্রামের ২১০ টি গ্রন্থ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপহার হিসেবে প্রদান করেছেন। এছাড়াও বাংলাদেশ কোড আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ পর্যন্ত ৪৮ খন্ড বিশিষ্ট সকল আইনের সংকলন এক সেট নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী জানান, মূল্যবান গ্রন্থগুলি প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ হতে প্রাপ্ত গ্রন্থসমূহ শিক্ষক এবং শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞান চর্চায় সহায়ক ভূমিকা রাখবে।
মতামত