রংপুর

জলঢাকায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

জলঢাকায় দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ

ছবি : মুন টাইমস


প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:১০

নিরাপদ পানি সরবরাহের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  সকালে উপজেলা স্টেডিয়াম মাঠে ৫০ টি পরিবারের মাঝে টিউবওয়েল সেটসহ পাকাকরণের উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশ গড়ি'র সভাপতি মাওলানা নুর ইসলাম।

 বিতরণ কারী সংস্থা এসো দেশ গড়ি'র প্রতিনিধি আনারুল ইসলাম জানান, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিরাপদ পানি সরবরাহের জন্য আমাদের সংগঠনের এই উদ্দোগ। স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশ গড়ি এসব সরবরাহ করে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বৃত্তবান মানুষের প্রতি আহবান জানান