শিক্ষাঙ্গন

১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র প্রণয়ন

১৫ অক্টোবরের মধ্যে ইকসুর গঠনতন্ত্র প্রণয়ন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ইকসু’র গঠনতন্ত্র আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তবে কমিটির কার্যক্রমে ধীরগতির অভিযোগ এনে শিক্ষার্থীরা অনিশ্চয়তা ও শঙ্কা প্রকাশ করেছেন। এ নিয়ে তারা দফায় দফায় মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যেই গঠনতন্ত্র প্রণয়ন সম্ভব, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে।

এদিকে ইবি শাখা ছাত্রশিবির আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা এবং ইবি সংস্কার আন্দোলন দ্রুত গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছে। অন্যথায় আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

জানা যায়, ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ সদস্যের কমিটি গঠন করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সভায় গঠনতন্ত্র প্রণয়নের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

ইবি সংস্কার আন্দোলনের পক্ষে খন্দকার আবু সাঈম বলেন, ২২ সেপ্টেম্বরের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। পাশাপাশি উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী নভেম্বরের মধ্যে ইকসু বাস্তবায়নের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইবি শিবির সেক্রেটারি ইউসুব আলী বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ইকসু নির্বাচন নিয়ে প্রশাসন টালবাহানা করছে। নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।

গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানূর রহমান বলেন, ছয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের গঠনতন্ত্র যাচাই চলছে। আগামী ২৪ সেপ্টেম্বর সভা করে ৩০ সেপ্টেম্বর খসড়া প্রস্তুত করা হবে। এরপর ১৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়, কারণ এটি সমন্বিত কাজ। আমরা শুধু খসড়া তৈরি করবো। অনুমোদন দিতে হবে সিন্ডিকেটকে। আর জাতীয় আইনে সংশোধন প্রয়োজন হলে সেটি সরকারের দায়িত্ব।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট ‘মুভমেন্ট ফর ইকসু’র দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে বৈঠক করে। সেখানে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ নভেম্বরের মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন।