ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ৭টি বিভাগে দীর্ঘদিন ধরে তীব্র শিক্ষক সংকট বিরাজ করছে। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে একাডেমিক কার্যক্রম চালানোয় শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে অনুষদ কর্তৃপক্ষ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি মিটিংয়ে বিভাগীয় প্রধান ও সিনিয়র শিক্ষকদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি।
তিনি বলেন,শিক্ষক সংকটের কারণে বিভাগের করুণ অবস্থা আমরা মিটিংয়ে তুলে ধরেছি। সামনে একাডেমিক কাউন্সিলে বিষয়টি আলোচনায় আনা হবে। উপাচার্য মহোদয়ের সঙ্গে বৈঠক করে দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবি জানাবো।
তিনি আরও বলেন,গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনও নিয়োগ হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।
এদিকে অনুষদভুক্ত বিভাগগুলোতে অল্পসংখ্যক স্থায়ী শিক্ষক এবং অন্যান্য বিভাগ থেকে ধার করা শিক্ষকদের ওপর নির্ভর করেই ক্লাস পরিচালিত হচ্ছে। বিভাগীয় সভাপতিদের অভিযোগ, প্রশাসনের সদিচ্ছার অভাব ও অব্যবস্থাপনার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে। এতে অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে একাধিক কোর্স নিতে হচ্ছে, ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
সভায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি। উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ওবাইদুল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফতেহ্ আলী চৌধুরী, সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানসহ বিভিন্ন সিনিয়র শিক্ষক ও আমন্ত্রিত বিশেষজ্ঞবৃন্দ।
মতামত