সারাদেশ

আত্রাইয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

আত্রাইয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৩


যানা য়ায়, উপজেলায় ৫১ টি পূজা মণ্ডপে ছেলে ২০৬ ও মহিলা ৯০ জন বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.জগলুল আরেফিন। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ সকল জাতীয় অনুষ্ঠানেই আনসার ও ভিডিপির সদস্যরা

 নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এবারের দূর্গাপূজাতেও তারা তাদের দায়িত্ব সফলভাবে সম্পাদন করবে বলে আমি বিশ্বাস করি। সকল পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুণ নাহার। তিনি বলেন, আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ ও তৎপরতা সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির চিত্র ফুটিয়ে তোলে। 

তাদের নির্বাচনের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন সদস্যরাই পূজার নিরাপত্তা নিশ্চিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক  মোঃ ফিরোজ আলী সহ উপজেলার ৮ টি ইউনিয়নের ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডারগণও উপস্থিত ছিলেন।