গত শুক্রবার (১২সেপ্টেম্বর) বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তাড়াশে চাঁদাবাজির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মো. হাফিজুর রহমান ।
শুক্রবার (১২সেপ্টেম্বর) ওই বিভিন্ন ‘প্রতিবেদনটিতে যে ধরনের তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। আমি সবাইকে স্পষ্টভাবে জানাতে চাই, চাঁদাবাজি- নিয়ে আমাকে জড়িয়ে অভিযোগ সম্পূর্ণ অসত্য। আমাকে জড়িয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক অপপ্রচার ছাড়া কিছুই নয়। আমি কখনো কোনো লোকের কাছ থেকে কোনো টাকা নেইনি। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে আমার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সুনাম ও পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়েছে।’
মতামত