সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের বিলমহিষা গ্রামে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সোলাইমান মন্ডলের নিজ বাসভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান সান্তু।
সভাপতিত্ব করেন ৬নং বড়ধুল ইউপি সদস্য আয়নাল হক এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু তাহের লাভলু।
প্রধান অতিথি নুরুল ইসলাম গোলাম বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাঠের রাজনীতিতে যুবকদের অগ্রভাগে থেকে ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি নেতাকর্মীকে সতর্ক, ঐক্যবদ্ধ ও সংগঠিত হয়ে কাজ করতে হবে।
অন্যদিকে জহুরুল ইসলাম বলেন,যুবদল ও বিএনপির প্রতিটি অঙ্গসংগঠন আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের মূল চালিকাশক্তি। তাই দলীয় কর্মসূচিকে সফল করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিরলসভাবে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন— সাবেক সেক্রেটারি শামীম মেম্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মোঃ সুমন আহমেদ, মোঃ আলম প্রমাণিক, মোঃ কছির আহমেদ, মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ সুজন হোসেন বাবু, আশরাফ আলী, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মিজান, ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার প্রচার সম্পাদক মোঃ আশিকুল ইসলাম আসিক।
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও দলীয় কর্মসূচিতে যুবদল সামনের কাতারের যোদ্ধা হিসেবে কাজ করবে।
সভায় বিশেষভাবে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৮ সেপ্টেম্বর আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বড়ধুল ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।
মতামত