বিশেষ

সিরাজগঞ্জে ভিন্নধর্মী আয়োজনে গঞ্জের কথার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে ভিন্নধর্মী আয়োজনে গঞ্জের কথার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : গঞ্জের কথা


প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২৭

গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, পুরোটাই গঞ্জ এই প্রতিবাদ্য নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করেছিল ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম গঞ্জের কথা। এক বছর আগে শুরু হওয়া এই ছোট্ট উদ্যোগটি ধীরে ধীরে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এখন এটি শুধু একটি ফেসবুক পেজ নয়, বরং মানুষের ভালোবাসায় পরিণত হয়েছে।

গঞ্জের কথার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহরের বাহেরগোলা এলাকায় আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। নানা আয়োজন আর ব্যতিক্রমী পরিবেশে গঞ্জের কথার পরিবার উদযাপন করে তাদের পথচলার এক বছর পূর্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরের পরিচিত মুখ চান্দু ও তালহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ শহরে সেচ্ছায় ট্রাফিকের দায়িত্ব পালন করা হাসান। কেক কাটা ও ব্র্যান্ড পার্টি বাজানোর মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে সূচনা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনের।

তবে অনুষ্ঠান শুধু কেক কাটা বা সঙ্গীতেই সীমাবদ্ধ থাকেনি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গঞ্জের কথার সদস্যরা আয়োজন করে আরেকটি বিশেষ কর্মসূচি, যেখানে শহরের ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ব্যতিক্রমী এই আয়োজনে সমাজের অবহেলিত মানুষদের সম্মানিত অতিথি বানানো এবং ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করায় গঞ্জের কথা বেশ প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে এরই মধ্যে গঞ্জের কথার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক শুভানুধ্যায়ী। ভিডিও বার্তায় তারা শুভেচ্ছা জানান এবং প্ল্যাটফর্মটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

গঞ্জের কথা পরিবার তাদের বার্তায় জানায়, ভিন্ন আয়োজনে আমরা উদযাপন করছি আমাদের প্রথম বর্ষপূর্তি। এই এক বছরের পথচলায় পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। চমৎকার সব আয়োজন নিয়ে গঞ্জের কথা ছড়িয়ে যাক আপনাদের মাধ্যমে।

আয়োজকরা আরও বলেন, গঞ্জের কথা কেবল একটি ফেসবুক পেজ নয়, এটি একটি সুন্দর স্বপ্ন। এক বছর ধরে যে ভালোবাসা আমরা পেয়েছি, তা-ই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা চাই, সবার দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে গঞ্জের কথা আরও দূরে পৌঁছে যাক।

বর্ষপূর্তির এই ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করেছে যে, গঞ্জের কথা শুধু বিনোদন নয় সামাজিক দায়বদ্ধতাকেও সমানভাবে গুরুত্ব দেয়। ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ ও স্বপ্ন নিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।