ছবি : সংগৃহীত
নীলফামারীর ডোমার উপজেলায় ধানখেতে কীটনাশক স্প্রে করার সময় হৃদক্রিয়া বন্ধ হয়ে কারিমুল ইসলাম (৫২) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির খানকা শরীফ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কৃষক ওই এলাকার মৃত মোকিম উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশের নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যান কারিমুল ইসলাম। কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত বাড়ি ফিরে মাথা ঘোরার কথা জানান। পরিবারের লোকজন তাকে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতি নিলেও এর আগেই তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই মারা যান।
নিহতের বড় ভাই ইসহাক আলী দুলাল বলেন, "ধানখেতে কাজ করার সময়ই ভাই অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।"
ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু জানান, ব্যক্তিগত কাজে বাইরে থাকাকালে মোবাইল ফোনে তিনি কারিমুল ইসলামের মৃত্যুর খবর পান।
মতামত