সারাদেশ

রাণীশংকৈলে মহিলা দলের ইউনিয়ন কমিটি গঠন

রাণীশংকৈলে মহিলা দলের ইউনিয়ন কমিটি গঠন

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:২০

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের চোড়োলপাড়া মাদ্রাসায় আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন শাহনাজ বেগম, সাধারণ সম্পাদক রোকসানা বেগম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেসমিন আক্তার। উপজেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এ কমিটির ঘোষণা দেন। ঘোষণার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বিশ্বাস এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরা বিশ্বাস। এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ারা মোয়াজ্জেম প্রমুখ।বক্তব্যে মনিরা বিশ্বাস বলেন, “রাণীশংকৈল উপজেলার প্রত্যেক ওয়ার্ডে মহিলা দলের দুর্গ গড়ে তোলা হবে। মহিলা দলের সহায়তায় নারীরা উদ্যোক্তা ও স্বাবলম্বী হয়ে উঠবে।”তিনি আরও জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীদের মৌলিক ও ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে, যা বাস্তবায়নে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ক্রমান্বয়ে কমিটি গঠন করা হবে বলেও তিনি প্রত্যাশা করেন।