বিএনপি

কালকিনিতে বিএনপির মতবিনিময় সভায় কর্মীদের উচ্ছ্বাস

কালকিনিতে বিএনপির মতবিনিময় সভায় কর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:০২

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৫নং দক্ষিণ জনারদন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌরসভার ৮নং ওয়ার্ড আয়োজিত জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে এ সভা চলে সন্ধ্যা পর্যন্ত। আশপাশের এলাকা থেকে আসা ঝটিকা মিছিল কর্মীসভাকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,

“ধানের শীষ জয়যুক্ত হলে, মেহনতি মানুষের পাশে দাঁড়াবেন তারেক রহমান। দেশের মানুষকে মুক্ত করতে বিএনপি একসাথে কাজ করছে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন বেপারী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার।

সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা ওলামা দলের সভাপতি মোশাররফ হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন কালকিনি পৌরসভা ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল লতিফ হাওলাদার। এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীরাও উপস্থিত ছিলেন।