জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুরের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া উৎসব। শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পোগোজ স্কুল মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ক্রীড়া উৎসবে ফুটবল, ক্রিকেটসহ নানান খেলার পাশাপাশি মেয়েদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বালিশ খেলা। উৎসবে বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীরা অংশ নেন।
ক্রিকেট খেলায় গ্রুপপর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় ১৯তম ও ২০তম আবর্তনের শিক্ষার্থীরা। তবে বৃষ্টির কারণে ফাইনাল খেলা স্থানান্তরিত হয়ে শহিদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ১৯তম আবর্তন এবং রানার্সআপ হয় ২০তম আবর্তন। অন্যদিকে মেয়েদের বালিশ খেলায় প্রথম হন ১৯তম আবর্তনের এক শিক্ষার্থী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মাসুদুল ইসলাম ও মিয়া রাসেল।
জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হারুন বলেন,আজকের ক্রীড়া উৎসবে উপস্থিত সম্মানিত উপদেষ্টা, সিনিয়র ভাই এবং স্নেহের জুনিয়রদের আন্তরিক শুভেচ্ছা জানাই। জামালপুর থেকে আগত শিক্ষার্থীদের পাশে পরিষদ সবসময় ছিল, আছে এবং থাকবে। জবিয়ান জামালপুরিয়ানরা সর্বদা উত্তম কর্মকাণ্ডে সম্মুখসারীতে থাকবে—এই প্রত্যাশা রাখছি। সামনের জকসু নির্বাচনে জামালপুরিয়ান সবার জন্য রইল শুভকামনা।
উপদেষ্টা মিয়া রাসেল বলেন,জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জামালপুরের সাধারণ শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের জায়গা। ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা সবাই এক ও অভিন্ন।
মতামত