বিএনপি

লায়ন মাসুদের লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রাণবন্ত সাপাহার

লায়ন মাসুদের লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রাণবন্ত সাপাহার

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৩৯

নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা লায়ন মাসুদ রানা ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলা সদরে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

লায়ন মাসুদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন। তিনি দীর্ঘদিন ধরে নওগাঁ-১ আসনে দলের জন্য কাজ করে আসছেন এবং নিয়মিত গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে এলাকাবাসীর সাথে সম্পর্ক দৃঢ় করে তুলেছেন।

গণসংযোগকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য।

তিনি আরও আহ্বান জানান, বিভ্রান্তিতে না পড়ে ধানের শীষ প্রতীক পাওয়া প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং গণসংযোগকে প্রাণবন্ত করে তোলেন।