ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের পাগলা এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার ব্যাটারিজ লিমিটেডকে পরিবেশ আইন অমান্যের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ১৫(১) অনুযায়ী অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন কার্যক্রম পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, সরকারি অনুমোদন ছাড়া ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
মতামত