বিএনপি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ময়দান বাজারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সদস্য মো. মোশারফ হোসেন মামুন, বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান হীমু, মো. ফিরোজ হোসেন, আতিকুর রহমান, কালাম খান, স্বেচ্ছাসেবকদল নেতা বাবলু খান, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা কামাল সরদার, দিদার হাওলাদার ও ছাত্রদল নেতা রাকিব হোসেন প্রমুখ।
ভুক্তভোগীদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মারুফ সরদার, মামুন, শাহ আলী ও মুন্নাসহ কয়েকজন ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় যুবদল নেতা কামাল হোসেনের ওপর হামলা চালানো হয়, এতে তিনি ও আরও কয়েকজন আহত হন। পরে কামাল হোসেন থানায় মামলা করলে অভিযুক্তরা উল্টো বিএনপি নেতাদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা করে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
যুবদল নেতা কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের দোসর মারুফ সরদার আমাদের নামে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।
অভিযুক্ত মারুফ সরদার দাবি করেন, অভিযোগকারীরা নিজেরাই তাদের অফিস ভাঙচুর করে আমাদের নামে মামলা দিয়েছে। আমাদের দোষারোপ করে লাভ নেই, আসল দোষর ওরাই।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানা জানান, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে দুটি মামলা নেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত