নওগাঁর মহাদেবপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এসময় তোফায়েল (৩৭) ও ললিত (২৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। আটককৃত তোফায়েল মহাদেবপুর উপজেলার বিনোদপুর সোনারপাড়া গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে এবং ললিত ঘাষিয়ারা গ্রামের অনিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ঘাষিয়ারা গ্রাম দীর্ঘদিন ধরে চোলাই মদের আখড়া হিসেবে পরিচিত। এখানে প্রতিনিয়ত মদ উৎপাদন ও বিক্রি হয়, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চুর উপস্থিতিতে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় ২৪ ড্রাম (প্রায় এক টন) চোলাই মদ, ৬০০ বোতল মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত ৫ কেজি বড়ি উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে এবং দুইজনকে আটক করে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত