ফুটবল

চিরতরুণ রোনালদো-মেসি, ১০০০ গোলের ক্লাবে ঢোকার দৌড়ে

চিরতরুণ রোনালদো-মেসি, ১০০০ গোলের ক্লাবে ঢোকার দৌড়ে

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩০

ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে দেখে এখনও বোঝার উপায় নেই যে তারা ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। মাঠে নেমে এখনও সমান উদ্যমে গোল করছেন, সতীর্থদের দিয়ে করাচ্ছেনও।

শনিবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য দেখান রোনালদো। জোড়া গোল করে নিজের দল আল নাসরকে এনে দেন ৫-১ গোলের জয়। অপরদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আলো ছড়ান মেসি। দুটি গোলের পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি। তার জাদুতে ইন্টার মায়ামি ৩-২ ব্যবধানে হারায় ডিসি ইউনাইটেডকে।

দুই কিংবদন্তিই এগিয়ে যাচ্ছেন ফুটবল ইতিহাসের বিরল এক রেকর্ডের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক।

রোনালদোর বর্তমান গোলসংখ্যা ৯৪৫। অর্থাৎ শতকের ঘর স্পর্শ করতে দরকার আর মাত্র ৫৫ গোল। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৫ ম্যাচে ৪ গোল করেছেন পর্তুগিজ তারকা। ধারাবাহিকতা বজায় থাকলে এ মৌসুমেই অথবা আগামী মৌসুমে তিনি সেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করতে পারেন।

অন্যদিকে, মেসির গোলসংখ্যা এখন ৮৮২। অর্থাৎ ১০০০ গোল করতে হলে আরও ১১৮ গোল করতে হবে আর্জেন্টাইন সুপারস্টারকে। অনুমান করা হচ্ছে, অন্তত আড়াই মৌসুম লাগতে পারে সেই কীর্তি ছুঁতে। প্রশ্ন একটাই—মেসি কি ইন্টার মায়ামির জার্সিতেই এটি করবেন, নাকি দেশের মাটিতে ফিরে গিয়ে!

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) জানিয়েছে, পেশাদার ফুটবলে ৫০০ বা তার বেশি গোল করেছেন মাত্র ২৬ জন খেলোয়াড়। এর মধ্যে শীর্ষে রয়েছেন রোনালদো ও মেসি।

তৃতীয় স্থানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (৭৬২ গোল), চতুর্থ স্থানে রোমারিও (৭৫৬ গোল) এবং পঞ্চম স্থানে হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৭২৫ গোল)।