বিনোদন

অভিনয়-সংগীত থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছেন তাহসান খান

অভিনয়-সংগীত থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছেন তাহসান খান

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:৩৩

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই ভক্তদের চমকে দিলেন। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা এই তারকা ঘোষণা দিয়েছেন, সংগীতজীবন থেকে ধীরে ধীরে সরে দাঁড়াবেন তিনি।

২৫ বছরের সংগীতজীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্ট করার কথা ছিল তাহসানের। এর মধ্যে এক আয়োজনে তিনি ভক্তদের উদ্দেশে বলেন, এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না।

এ সময় তিনি আরও জানান, এরই মধ্যে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন।

এর আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। গত বছর তাহসান বলেছিলেন, আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজেকেই নিজের বিরতি নিতে হয়। কাজ একঘেয়ে হয়ে গেলে বা ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।

অভিনয়-সংগীত থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার পেছনে শারীরিক সমস্যাও অন্যতম কারণ। কিছুদিন আগে তিনি জানান, তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামের একটি রোগ ধরা পড়েছে। এই সমস্যায় গলার কাঠামো বদলে যায়, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমে আসে।

২০১৮ সাল থেকেই এ সমস্যা শুরু হয়। তখন তিনি ভক্তদের উদ্দেশে বলেছিলেন, যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। যদি কোনোদিন দেখেন আমি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছি, বুঝবেন সমস্যাটা বেড়েছে। তখন আমার জন্য দোয়া করবেন।

তাহসান খানের সংগীত ক্যারিয়ার শুরু ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে। পরে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেন। সাম্প্রতিক সময়ে তাকে ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর হয়ে বিভিন্ন কনসার্টে দেখা যেত।