বিশেষ

রাশিয়ার জলবায়ু অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতলো বাংলাদেশের তাসিন মোহাম্মাদ

রাশিয়ার জলবায়ু অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতলো বাংলাদেশের তাসিন মোহাম্মাদ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১১:৩৫

সিরাজগঞ্জের তরুণ প্রতিভা তাসিন মোহাম্মাদ রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে (IOCE) স্বর্ণপদক জিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

১৩ থেকে ২০ সেপ্টেম্বর রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা অংশ নেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

বাংলাদেশের হয়ে মোট পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তারা হলেন— রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মোঃ নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ আশিকুর রহমান। দলের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন।

প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করেন। তাসিন মোহাম্মাদ ব্যক্তিগত অর্জনে স্বর্ণপদক জিতে দেশের নাম রাশিয়ার মঞ্চে গর্বিত করেছেন।

তাসিন সিরাজগঞ্জ শহরের মাসুমপুর গ্রামের তালুকদারপাড়ার সন্তান এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাবা মোঃ হাবিবুর রহমান ও মা মোছাঃ মোসলিমা খাতুন শান্তি, স্থানীয়দের সহায়তা ও উৎসাহ তাকে এই সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।

এই সাফল্যে সিরাজগঞ্জসহ সারা দেশে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে।