নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীর ধার থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের প্রসাদপুর বাজার মসজিদ ঘাটের অদূরে নদীর পাড়ে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। তিনি জানান,“নদীর ধারে পড়ে থাকা নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।”
তবে নবজাতকটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে মঙ্গলবার সকালে।
মতামত