কাঁচাবাজার

সদরঘাটের মোড়ে সবজির কেজি ৮০-১২০ টাকা, মাছের বাজারেও চড়া দাম

সদরঘাটের মোড়ে সবজির কেজি ৮০-১২০ টাকা, মাছের বাজারেও চড়া দাম

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:২৯

চট্টগ্রাম শহরের সদরঘাট থানার কালীবাড়ীর মোড়ের ভাসমান বাজারে সবজির কেজি ৮০ থেকে ১২০ টাকার নিচে কিছুই পাওয়া যাচ্ছে না। পাশাপাশি মাছের দামও অন্যান্য বাজারের তুলনায় বেশি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

সোমবার বিকেলে বাজার ঘুরে দেখা যায়, পটোল, ঢেঁড়শ, ঝিঙা, শশা, কাঁকরল কেজি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। করলা, বেগুন, বরবটি, চিচিঙ্গা কেজি ৯০ থেকে ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পেঁপে ৪০ টাকা ও আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিছুটা কমে বর্তমানে ৬৫-৭০ টাকা কেজি হলেও পাড়া-মহল্লার দোকানে এখনো ৭৫ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

মাছের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। ৭০০ গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়, আর এক কেজির বেশি ওজনের ইলিশের দাম হাঁকছেন ২,০০০-৩,০০০ টাকা। ৪০০-৫০০ গ্রামের ইলিশ কেজি প্রতি ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকায় এবং নদীর চিংড়ি ১,০০০-১,২০০ টাকায়। এছাড়া কই, শিং, শোল, ট্যাংরা, পুঁটি, রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙ্গাশসহ অন্যান্য মাছের দামও ২০ থেকে ৫০ টাকা বেড়েছে।

বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৭০-১৮০ টাকায়, সোনালি জাতের মুরগি ৩০০-৩২০ টাকায় এবং ডিম ডজনপ্রতি ১৩৫-১৪০ টাকায়।

ক্রেতারা অভিযোগ করে বলেন, সদরঘাটের এই মোড়ের বাজার থেকে মাত্র ২০০ গজ দূরেই চট্টগ্রামের প্রধান পাইকারি বাজার রিয়াজুদ্দিন বাজার। সেখানে সবজি প্রতি কেজিতে ২০-৩০ টাকা এবং মাছ কেজি প্রতি ৫০-১০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। অথচ কালীবাড়ীর মোড় বাজারে কোনো সরকারি অনুমতি ছাড়াই প্রতিদিন রাস্তার ওপর বাজার বসে এবং ইচ্ছেমতো দাম নেওয়া হয়।

তাদের দাবি, জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও ভোক্তা অধিকার অধিদপ্তর যদি নিয়মিত বাজার মনিটরিং করত, তাহলে গলাকাটা দাম নেওয়ার সুযোগ পেত না কেউ।