দিনাজপুরের কর্নাই গ্রাম, যা একসময় অনাবাদি বেলে মাটির জন্য পরিচিত ছিল, আজ তা সফল কৃষি উদ্যোগের দৃষ্টান্তে পরিণত হয়েছে। এখানে সমবায় ভিত্তিতে ব্রি ধান-৯৮ জাতের আউশ ধান চাষ করে কৃষকরা অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। মাত্র ১১০ দিনে ঘরে উঠেছে বাম্পার ফলন।
প্রতি একরে ৮৫ থেকে ৯০ মণ ফলন পেয়ে কৃষকরা অত্যন্ত আনন্দিত। বাজারে ধানের ভালো দাম (প্রতি মণ ১১০০-১২০০ টাকা) এবং খড়ের চাহিদা (প্রতি আঁটি ৭০০-৮০০ টাকা) তাদের বাড়তি আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। কৃষক শাহীন আলম জানান, এই ধান বিক্রি করে আলুর মৌসুমের খরচ মেটানো সম্ভব হবে। অন্য কৃষক আজীম উদ্দীন বলেন, সমবায়ের কারণে উৎপাদন খরচ কমেছে এবং পোকামাকড়ের আক্রমণও নিয়ন্ত্রণে এসেছে, যা ফলন বাড়াতে সাহায্য করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম তুষার জানান, এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার সরকারি নির্দেশনার ভিত্তিতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর ফলে একসময় যেখানে শুধুমাত্র রবি শস্য হতো, এখন সেখানে তিন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
মতামত