বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান নেতাকর্মীদের সঙ্গে শহরের চৌরাস্তার মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করেন। মুজিব সড়ক হয়ে এসএস রোড ও বড়বাজার এলাকায় এই গণসংযোগ শেষ হয়। এর আগে লিফলেট বিতরণের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ।
মির্জা মোস্তফা জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অংশগ্রহণ করছি। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মোঃ হাবীব ও যুবনেতা মোঃ রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলামসহ বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতামত