ক্রিকেট

ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো রাখতে এবার ভারতের মুখোমুখি হচ্ছে লিটন দাসরা।

বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স বলেছেন, ‘জয়ের ব্যাপারে বিশ্বাস থাকা উচিত। ভারতকে হারানো অসম্ভব নয়। আমাদের নির্দিষ্ট দিনে সেরাটা দিতে পারলে জয় সম্ভব।’ তিনি আরও বলেন, ‘আমরা ভারতের খেলোয়াড়দের ভুল করাতে নজর দেব। প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে।’

সুপার ফোরের দ্বিতীয় ম্যাচটি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে হারিয়ে শুরু করেছে, আর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। দুদলই ফাইনালে ওঠার সুযোগে রয়েছে।