শিক্ষাঙ্গন

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের হেনস্তার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ১:৩২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী ও ইয়াশিরুল কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সঠিকভাবে গণহত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হওয়ায় আজ জুলাইয়ের অগ্রপথিকদের ওপর বারবার হামলা হচ্ছে। পতনের পর ফ্যাসিস্ট গোষ্ঠী অপরাধের দায়ে নীরব থাকার কথা থাকলেও উল্টো জুলাই পক্ষের শক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি দিচ্ছে। এই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায়।

সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, অভ্যুত্থানের পর থেকে জুলাই পক্ষের অংশীজনদের বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। অথচ অন্য রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেনি। যারা জুলাইয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এটি পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার অংশ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সারা দেশের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়েও জুলাই পক্ষের শক্তিদের টার্গেট করে ষড়যন্ত্র হতে পারে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে এখনও গণহত্যার অংশীদাররা সক্রিয় রয়েছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জুলাই পক্ষের শক্তিগুলোকে দুর্বল করতে মিশন হাতে নিয়েছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গণহত্যার অংশীদারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি অপতৎপরতা বন্ধ না হলে আওয়ামী দোসরদের কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, সোমবার নিউইয়র্কে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং তাসনিম জারার ওপর হামলা চালান।