ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে ট্রাম্প গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি ঘোষণা করতে পারব।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পরিকল্পনার মূল দফাগুলো হলো—
সিএনএন জানিয়েছে, বৈঠকে উপস্থিত আরব নেতারা পরিকল্পনাটিকে সমর্থন জানিয়েছেন। তবে তারা আরও কিছু বিষয় যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে— পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের অবসান ও সব জিম্মির মুক্তি, এবং সেখানে ত্রাণ প্রবেশ অবাধ রাখা।
উইটকফ বলেন, এটি একটি ফলপ্রসূ বৈঠক ছিল। ট্রাম্পের পরিকল্পনা সহিংসতা কমানোর পাশাপাশি ইসরায়েল ও তার প্রতিবেশীদের উদ্বেগও সমাধান করবে।
প্রসঙ্গত, এর একদিন আগে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে হওয়া ওই সম্মেলনের আবহেই আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প।
মতামত