ছবি : সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও ধোঁয়াশা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে প্রাণ হারান তিনি। সেখানে তিনি অংশ নিতে গিয়েছিলেন ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ।
জুবিনের মৃত্যুর পর ওই অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মা-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তবে এর পরই জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া আবেদন জানান, সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নেওয়ার। এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েন তিনি।
গরিমা এক ভিডিও বার্তায় বলেন, জুবিনের শেষযাত্রায় দয়া করে সিদ্ধার্থকে শামিল হতে দিন। ওকে নিয়ে খারাপ কিছু ভাববেন না। জুবিন ওকে নিজের ভাইয়ের মতো দেখত। ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে। ওকে ছাড়া আমি এই পরিস্থিতি সামলে উঠতে পারব না।
কিন্তু ভক্তদের একাংশ প্রশ্ন তুলেছেন, শোকাহত স্ত্রী এমন সময়ে কেন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর নিয়ে মন্তব্য করছেন। কেউ লিখেছেন, দুদিন আগে স্বামী মারা গেলেন, অথচ তিনি অভিযুক্তদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন—এখানে নিশ্চয়ই কিছু রহস্য আছে।
অন্যরা দাবি করছেন, জুবিনকে নিরাপদে রাখা স্ত্রী গরিমার দায়িত্ব ছিল। এমনকি একজন ভক্ত মন্তব্য করেছেন, স্ত্রী হিসেবে গরিমার উচিত ছিল স্বামীকে যথাযথভাবে নিরাপদ রাখা। অসুস্থ থাকলে তার সঙ্গে একজন নার্স পাঠানো হতো। আবার কারও মতে, ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ হয়তো চাপ দিয়ে গরিমাকে ভিডিওটি পোস্ট করিয়েছেন।
এরই মধ্যে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে জুবিন গার্গের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অগণিত ভক্তের উপস্থিতিতে আসামের এই কিংবদন্তি সংগীতশিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। এসময় স্ত্রী গরিমা ভেঙে পড়েন কান্নায়।
মতামত