ছবি : সংগৃহীত
দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে সীমাবদ্ধ রাখতে সক্ষম হলেও ব্যাট হাতে চাপে পড়ে বাংলাদেশ। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটাররা আউট হয়ে গেলে শেষ পর্যন্ত বাংলাদেশের সম্ভাবনা থেমে যায়। এর ফলে স্টিভ রোডসের শিষ্যরা ফাইনালে পৌঁছানোর সুযোগ হারিয়েছে, আর পাকিস্তান ভারতের পর ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
বাংলাদেশের ব্যাটিং শুরুতেই ধাক্কা খায়। ওপেনার পারভেজ হোসেন ইমন শূন্য রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। ওয়ানডাউনে নামা তাওহিদ হৃদয়ও ১০ বলে ৫ রান করে ফেরেন। অন্য ওপেনার সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক হলেও ১৮ রান করে আউট হন। শেখ মেহেদী মাত্র ১১ রান করেন।
পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি চেষ্টা করেন চাপ সামলাতে, তবে সোহান ২১ রান করে আউট হন। অধিনায়ক জাকের আলি ৫ রান করে ফেরেন। শামীম পাটোয়ারি ৩০ রানে আউট হন এবং তানজিম হাসান সাকিব ১০ রান করে আউট হন। বাকিরা লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হন।
এর আগে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশের বোলিংয়ে পাকিস্তান শুরুর দিকে চাপে পড়ে। তাসকিন আহমেদ প্রথম ওভারে সাহিবজাদা ফারহানকে ৪ রানে আউট করেন। এরপর শেখ মেহেদী সাইম আইয়ুবকে ফেরান শূন্য রানে। ফখর জামান, সালমান আলি আঘা ও হোসাইন তালাত কিছুটা রানের চেষ্টা করেন, কিন্তু লেগস্পিনার রিশাদ হোসেনের সামনে সীমিত রানে থেমে যান।
পাকিস্তানের জন্য মোহাম্মদ হারিস ৩১ এবং মোহাম্মদ নেওয়াজ ২৫ রান করে দলের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শাহিন আফ্রিদি ব্যাট হাতে ১৯ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, শেখ মেহেদী ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট।
মতামত