ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার ঘোষণার পর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দলীয় প্রতীক বরাদ্দের কাজও তদারকিতে রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা পেয়েছে যে তাদের শাপলা প্রতীক তারা পাবে না।
ইসি সচিবের এই ঘোষণার পর এনসিপির নেতারা কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলেছেন, শাপলা প্রতীক না পেলে আগামী নির্বাচনের ফলাফল স্বাভাবিকভাবে হবে না এবং তাদের রাজনৈতিক লড়াইয়ে নামা অনিবার্য।
সারজিসের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি হোটেলে সাংবাদিকদের বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং পৃথিবীর কেউ এটাকে বানচাল করতে পারবে না। কোন নেতা কী বক্তব্য দিচ্ছে, তা আমাদের দেখার বিষয় নয়। আমাদের মনোযোগ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাতে।
মতামত