জাতীয়

তরুণরা বিশ্ব পরিবর্তনের মূল শক্তি: প্রধান উপদেষ্টা

তরুণরা বিশ্ব পরিবর্তনের মূল শক্তি: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত


প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:২৪

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গত বছর বাংলাদেশে তরুণদের অসাধারণ শক্তি লক্ষ্য করেছি। তারা স্বৈরশাসনের অবসান ঘটাতে এবং দেশের গতিপথ পুনরায় ঠিক করতে সাহসের সঙ্গে জেগে উঠেছিল। তরুণরা গণতান্ত্রিক সংস্কার ও রূপান্তরের নেতৃত্ব দেওয়ার দায়িত্বে সক্ষম।

বৃহস্পতিবার নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন’-এর ৩০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বজুড়ে তরুণরা পরিবর্তনের নিয়ামক হিসেবে স্বীকৃত হলেও তারা বৈষম্য, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল বিভাজনের শিকার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে যুব বেকারত্ব, যা বিশেষ করে নিম্নআয়ের দেশে চারগুণ বেশি।

ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশে জাতীয় যুব উদ্যোক্তা নীতি কার্যকর হয়েছে, যা অর্থায়ন, দক্ষতা ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করে। এছাড়া যুব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে স্বাধীন সংস্কার কমিশন ও জাতীয় নীতি প্রতিযোগিতায় তাদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, কোনও দেশ একা যুব ক্ষমতায়ন নিশ্চিত করতে পারবে না। বাধা দূর করতে, সমতা নিশ্চিত করতে এবং আন্তঃপ্রজন্মের নেতৃত্বকে উৎসাহিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা প্রয়োজন। তরুণদের ন্যায্য অংশ, নিরাপদ স্থান এবং সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হলে তারা নিজের জন্য, বিশ্বের জন্য এবং ভবিষ্যতের জন্য বিচক্ষণ সিদ্ধান্ত নেবে।